পদত্যাগ কামাল হোসেনের

এইবার তৃণমূল থেকে ইস্তফা দিলেন কামাল হোসেন। দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন তিনি। সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তার। কর্মসংস্থান নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা : সামনেই ২০২৪-এর নির্বাচন। লাল,সবুজ,গেরুয়া প্রত্যেক শিবিরের পাখির চোখ এই লোকসভা নির্বাচন। কিন্তু দলবদলের রাজনীতি চলছে। তার সঙ্গে একের পর এক পদ থেকে ইস্তফা দিচ্ছেন নেতা নেত্রীরা। কিন্তু কেন? উত্তর অজানা। তৃণমূল শিবিরে আবার বড় ভাঙ্গন ধরলো। এবার দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কামাল হোসেন। তিনি বললেন , "হয়রানির শিকার হচ্ছে সংখ্যা লঘুরা ,দলকে বলেও কাজ হচ্ছেনা।" সঙ্গে তিনি আরও প্রশ্ন করেন যে সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়? প্রতিবাদ করেও অবজ্ঞার পাত্র হচ্ছেন বলে অভিযোগ তাদের। এই ঘটনা থেকে মনে হচ্ছে এইবার নির্বাচনে তৃণমূলের খাতায় সংখ্যালঘুদের ভোটের সংখ্যা কমতে চলেছে। 

flavourfood

cityaddnew

flamefood1