নিজেকে দূরে রাখতে চাই- গণধর্ষণ মামলায় তৃণমূলের পোস্টের পরেই বিশেষ ইঙ্গিত এই তৃণমূল সাংসদের

নিজের দলকে উদ্দেশ্য করেই বিশেষ পোস্ট করলেন এই সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
tmcp panchayet

নিজস্ব সংবাদদাতা: কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূলের দিকে বিশেষ আঙুল তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন, "আমি X-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের করা পোস্টের সাথে সম্পূর্ণ একমত নই। তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছে যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে? সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে কেবল অ্যাকাডেমিক বিবৃতি কোনও বাস্তব পরিবর্তন আনবে না। আরও দুর্ভাগ্যজনক বিষয় হল যে ২০১১ সালের পরে আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধে নিজেরাই প্রশ্নের সম্মুখীন। আমি স্পষ্টতই তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে বা রক্ষা করছে। আমার কথা এবং বিবৃতির পিছনের উদ্দেশ্যটি সত্যিকার অর্থে বুঝতে হলে, একটি নির্দিষ্ট স্তরের নৈতিক এবং বৌদ্ধিক সমন্বয় প্রয়োজন - যা দুর্ভাগ্যবশত, অনুপস্থিত বলে মনে হচ্ছে"।

Kalyan