রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার 'বিদ্রোহের উস্কানি' ও 'বিচ্ছিন্নতাবাদ' ছড়ানোর অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কি অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

author-image
Debjit Biswas
New Update
Kalyan

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার অত্যন্ত গুরুতর রাজনৈতিক ও রাষ্ট্রদ্রোহমূলক অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সাংবিধানিক পদে থেকেও 'বিদ্রোহ উস্কানি' এবং 'বিচ্ছিন্নতাবাদ' ছড়ানোর চেষ্টা করছেন বলে তাঁর অভিযোগ।

অভিযোগ দায়ের করার পর তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি রাজভবনে অবস্থানকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।"

cv ananda bose.jpg

তিনি বলেন,''সিভি আনন্দ বোস কিছু অজ্ঞাতপরিচয় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে, জেনেশুনে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বিবৃতি দিয়েছেন যা রাজ্যে বিদ্রোহ ও নাশকতামূলক কার্যকলাপকে উস্কে দিতে পারে।"