/anm-bengali/media/media_files/djIY6A8OA9lfLyRIRigf.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপর ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়ে রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সম্প্রতি নাগরাকাটার ঘটনা নিয়ে শাসকদল তৃণমূলকে কড়া আক্রমণ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছিলেন,''গত কয়েকদিন ধরে আমরা এই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যাপক নৃশংসতার যে ছবি দেখলাম তা কল্পনাও করা যায় না। এই ধরণের নৈরাজ্য বাংলার কোনও প্রান্তেই চলতে দেওয়া যায় না। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি আমরা খেলতে পারি না। এরকম চলতে থাকলে একদিন পশ্চিমবঙ্গকে এর জন্য মূল্য চোকাতে হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/jETtaxQjmQMm4asf4jz3.jpg)
আর রাজ্যপালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন,''রাজ্যপাল সংবিধান অনুযায়ী চলেন না। একজন রাজ্যপাল এরকম মেরুদন্ডহীন হতে পারে তা ভাবাও যায় না। উনি একেবারে বিজেপির পলিটিক্যাল এজেন্ট।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us