কল্যাণের নিশানায় দলেরই দুই সাংসদ, নাম উঠে এল দুজনের

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kalyan

File Picture

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন দলেরই এক মহিলা সাংসদ। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

ঘটনার সূত্রপাত একটি স্মারকলিপিতে স্বাক্ষর না থাকা নিয়ে। তৃণমূলের মহিলা সাংসদ সেই বিষয়ে প্রশ্ন তোলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “নাম নেই তো আমি কী করব? আমি তো নির্দেশ মতোই কাজ করেছি।” এই উত্তরের পরেই দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। 

কল্যাণ ব্যানার্জী এদিন বলেন, “ও চিৎকার করছিল, আমিও চিৎকার করেছি। ওই মহিলা সাংসদ ছুটে গিয়ে বিএসএফ জওয়ানদের বলেছেন, ‘অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম।’ আমার মতো একজন বর্ষীয়ান সাংসদকে গ্রেফতারের কথা বলছে! এরা কারা! আমি তো সিপিএমের বিরুদ্ধে লড়ে আসা তৃণমূল নেতা!”

kalyan hj.jpg

তিনি প্রশ্ন তোলেন, “ঝগড়া যদি হয়েও থাকে, তার জন্য কি এমনভাবে বাহিনী ডেকে কাউকে গ্রেফতার করতে বলা যায়? আমি কোনও কটূক্তি করিনি”। নিজের পক্ষে সাফাই দিয়ে কল্যাণ দাবি করেন, তিনি কোনও অশালীন শব্দ বা কটূক্তি ব্যবহার করেননি। বরং তিনি অভিযোগ করেন ওই মহিলা সাংসদই তাঁকে অপমাণ করেছেন”। 

এদিনের সাংবাদিক বৈঠকে, বেশ কয়েকবার মহিলা সাংসদের এবং পুরুষ সাংসদ তথা বরিষ্ঠ তৃণমূল নেতার নাম উচ্চারণ করলেও কল্যাণ ব্যানার্জী অনুরোধ করেন তাঁদের নাম যাতে প্রকাশ না করা হয়। তবে তাঁর এই মন্তব্যে যে তৃণমূলের অন্দরে উত্তেজনা বাড়িয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।