/anm-bengali/media/media_files/OUj7OQJDC0YlgU5N7xp0.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে গোটা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে সকালে হালকা কুয়াশা পড়তে পারে, যা ইঙ্গিত দিচ্ছে শীতের আগমনের। যদিও হাড়-কাঁপানো ঠান্ডা নামতে এখনও বেশ কিছুটা দেরি।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ ও রবিবার ছয়টি জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শনিবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি, আর রবিবার বৃষ্টি আরও বিস্তৃত হতে পারে।
দক্ষিণা বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ কার্যকলাপ দেখা দিতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বলে জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/20/Ct7ufUqeBfHgWOvtRgFk.jpg)
দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সপ্তাহ শেষে নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম কর্নাটক ও কেরল উপকূলে প্রভাব ফেলবে বলে অনুমান। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ২৪ অক্টোবর একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।
ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলতে পারে।
আবহাওয়ার দফতর জানিয়েছে, সোমবার কালীপুজো ও বুধবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের পরিমাণ কমবে, আর সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে কিছু জেলায়।
সব মিলিয়ে, বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে শীতের আগমন বার্তা নিয়ে হাজির হচ্ছে অক্টোবরের শেষভাগ, আর কালীপুজোর আলোয় ঝলমল করবে গোটা বাংলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us