/anm-bengali/media/media_files/YnX5YibzPXC83zJPe0Fl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ইডির বিরুদ্ধে অসাংবিধানিক পদ্ধতিতে জিজ্ঞাসাবাদের অভিযোগ আনলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করে এই কেন্দ্রীয় সংস্থা। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে রাখা হবে তাঁকে। সেখান থেকেই আদালতে অভিযোগ করেন যে ইডি তাঁকে দোষ কবুল করে নিতে ‘চাপ’ দিচ্ছে। বিচারভবনে ‘কালীঘাটের কাকু’ আবেদন করেছেন, তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা ‘চাপ’ দিচ্ছেন। নিজের আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে জানিয়েছেন যে ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’- এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর। ইডি আবার দাবি করছে যে হেফাজতে থাকাকালীন সুজয়বাবু তাঁর আইনজীবী এবং কন্যার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us