২০০ কোটির সম্পত্তি তো ইডির কী? রেগে গেল 'কালীঘাটের কাকু'

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে। গ্রেফতার হবার পর এই প্রথম মুখ খুললেন তিনি সংবাদমাধ্যমের সামনে। ঠিক কী দাবি করলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
sujay krishna.jpg

নিজস্ব সংবাদদাতা : গ্রেফতার হওয়ার পর এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খুললেন ‘কালীঘাটের কাকু’। শনিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। সেখান থেকে বেরনোর পথে একাধিক বিস্ফোরক দাবি করলেন। তাঁর ২০০ কোটির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতেই বলেন, 'তাতে আপনার কী আর ইডির কী? আম্বানি-আদানিদের কত টাকা জানেন?' নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা নিয়ে সুজয় বাবু বলেন যে, 'ডেকেও কোনও লাভ হবে না'।