New Update
/anm-bengali/media/media_files/ITnN5l3EBqKuYhVzYu1g.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র৷ কিন্তু, ঠিক কতটা অসুস্থ সুজয়বাবু? তা জানতেই বুধবার এসএসকেএম-এর সুপারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সুপারকে বুধবারই এসে ইডির দফতরে দেখা করতে বলা হয়। সেই সঙ্গে আদালতের নির্দেশ মতো তাঁকে সুজয়কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্টও নিয়ে যেতে বলা হয়। তারপরই সেই রিপোর্ট ইডির দফতরে পাঠিয়ে দেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে সুপার নাকি নিজে যাননি ইডির কাছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us