Sujay Krishna Bhadra: জেরায় বড় তথ্য পেল ইডি

ইডি সূত্রে খবর, চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা নগদে পেয়েছিলেন কালীঘাটের কাকু।

author-image
Aniruddha Chakraborty
New Update
M.,MN

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি, তিনটি কোম্পানির নিয়ন্ত্রণ ছিল কালীঘাটের কাকুর হাতে। আগে এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন কাকু। তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। যেমন, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে কাকুর অ্যাকাউন্টে একবার ঢুকেছে ৫ লক্ষ টাকা। আবার ২ দিন পর তা ফেরত গেছে কুন্তলের কাছে।

ইডি সূত্রে দাবি, এই ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি কাকু। চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোনও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, সুজয় কৃষ্ণকে দেওয়া হয়েছিল নগদ। সেই টাকা কোন কাজে ব্যবহার করেছেন, কোথায় ইনভেস্ট করেছেন, তাঁর খোঁজ করছেন আধিকারিকরা।