যোগ্য বলে চিহ্নিত নয়, এমন চাকরিহারাদের কালীঘাট অভিযানে উত্তপ্ত এলাকা

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয় বাসিন্দাদের।

author-image
Jaita Chowdhury
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা: SSC-র ২০১৬-র চাকরিহারাদের বিক্ষোভে অবরুদ্ধ হাজরা মোড়। যোগ্য বলে চিহ্নিত নয়, এমন চাকরিহারাদের কালীঘাট অভিযানে উত্তপ্ত এলাকা। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা চাকরিহারাদের।

Ssc