জামিনের আবেদন করবেন না জ্যোতিপ্রিয়! কী চাইছে পরিবার?

এবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে এক বড় তথ্য এল সামনে। গ্রেফতার করার পর আজ তাঁকে আদালতে পেশ করা হয় দুপুরে। রইল এই মুহূর্তের এক বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyoti1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: টানা ২১ ঘণ্টা জেরার পর বৃহস্পতিবার গভীর রাতে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি গ্রেফতার করল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতারির পর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় ও তারপর আদালতে তোলা হয়। এবার জানা গেছে যে আদালতে জামিনের আবেদন জানাবেন না বনমন্ত্রী। তবে তাঁর পরিবার আবেদন করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক স্থিতি ভাল নয়। তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করানো হোক। 

বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তিনি একা নন, তাঁর আপ্ত সহায়কের বাড়িতেও তল্লাশি চালান ইডি অফিসাররা। দুপুরে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে বনমন্ত্রীর বাড়িতে ইডি হানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তিনি জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়েও চিন্তা প্রকাশ করেন।  মুখ্যমন্ত্রী বলেছিলেন, জ্যোতিপ্রিয়র ব্লাড সুগার আছে। আর কিছু হয়ে গেলে যে বিজেপিকে ছাড়া হবে না সেই হুমকিও দেন মুখ্যমন্ত্রী মমতা। 

hiring.jpg