New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: আবার বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজতের সময়সীমা। ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হচ্ছে বনমন্ত্রীকে। সকালে জ্যোতিপ্রিয় বলেন হাত-পা ব্যথা করছে। তাই অসুস্থতার কারণ দেখিয়ে আজ সশরীরে আদালতে হাজির করা যায়নি তাঁকে। জামিনের আবেদনও আজ করেননি মন্ত্রী। জেল কর্তৃপক্ষকে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে আর্জি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us