সুগার ৩৫০, কিডনির চরম অবস্থা! জেল থেকে আবার হাসপাতালে জ্যোতিপ্রিয়?

শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আজ আদালতে ভার্চুয়াল শুনানির সময়ে তাঁর আইনজীবী খতিয়ান তুলে ধরলেন।

New Update
jyoti edd.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আদালতের ভার্চুয়াল শুনানি চলাকালীন হঠাৎই কাতর আর্জি করে জ্যোতিপ্রিয় বলেন, 'আমাকে বাঁচতে দিন'৷ আচমকা কেন এমন দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক? বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়র মামলার শুনানি ছিল সিটি সেশন কোর্টের ইডির বিশেষ আদালতে৷ শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে এদিন সরাসরি আদালতে হাজির করানো যায়নি জ্যোতিপ্রিয়কে৷ জেল থেকেই বসে ভার্চুয়াল মাধ্যমে শুনলেন শুনানি৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিচারক৷ জ্যোতিপ্রিয় কাতর গলায় বলেন, 'আমার ৩৫০ সুগার আছে। হাত পা নাড়াতে পারছি না। আমাকে বাঁচতে দিন'। শুনানি চলাকালীন, ধৃত মন্ত্রীর শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তাঁর আইনজীবীও৷ দাবি করেন যে গত কয়েকদিনে বনমন্ত্রীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে৷ তাঁকে তড়িঘড়ি কোনও সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে হবে৷ 

hiring.jpg