/anm-bengali/media/media_files/lDHclj50wJvyoLtNQQji.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আদালতের ভার্চুয়াল শুনানি চলাকালীন হঠাৎই কাতর আর্জি করে জ্যোতিপ্রিয় বলেন, 'আমাকে বাঁচতে দিন'৷ আচমকা কেন এমন দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক? বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়র মামলার শুনানি ছিল সিটি সেশন কোর্টের ইডির বিশেষ আদালতে৷ শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে এদিন সরাসরি আদালতে হাজির করানো যায়নি জ্যোতিপ্রিয়কে৷ জেল থেকেই বসে ভার্চুয়াল মাধ্যমে শুনলেন শুনানি৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিচারক৷ জ্যোতিপ্রিয় কাতর গলায় বলেন, 'আমার ৩৫০ সুগার আছে। হাত পা নাড়াতে পারছি না। আমাকে বাঁচতে দিন'। শুনানি চলাকালীন, ধৃত মন্ত্রীর শারীরিক অবস্থার কথা তুলে ধরেন তাঁর আইনজীবীও৷ দাবি করেন যে গত কয়েকদিনে বনমন্ত্রীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে৷ তাঁকে তড়িঘড়ি কোনও সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাতে হবে৷
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us