/anm-bengali/media/media_files/XXHaAtXtY1p2PCZMIoYX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গ্রেফতারের পর গত শুক্রবার আদালতেই অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে প্রায় ৭৬ ঘণ্টার চিকিত্সা শেষে সোমবার রাতে ১০টা নাগাদ সিজিওতে আনা হয় তাঁকে। রেশন কেলেঙ্কারিতে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে ধরল ইডি।
প্রথম ২৪ ঘণ্টা কেমন কাটল মন্ত্রীর? বিছানার পরিবর্তে হেফাজতের মেঝেতে পাতা গদিতে রাত কাটালেন। জানা গেছে জেরা পর্বের পুরোটাই ভিডিওগ্রাফি করছেন আধিকারিকরা। তবে জেরায় এখনও পর্যন্ত মুখ খোলেননি জ্যোতিপ্রিয়। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মাঝেই রেশন কেলেঙ্কারির অভিযোগে মোট তিনটি অভিযোগ সামনে আসে। ওই সময়ে খাদ্য দফতরের তরফে আদৌ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন তদন্তকারীরা। অতদিন আগের কথা তাঁর মনে নেই বলে তদন্তকারীদের সামনে দাবি করেন জ্যোতিপ্রিয়। কোনও কোনও প্রশ্নের জবাবে আবার নাকি বলছেন তিনি জানেন না, আপ্ত সহায়ক জানেন। প্রশ্নের বিশেষ কোনও উত্তর দিতে না চাইলও খাওয়া দাওয়াতেও অবশ্য বিশেষ ঝামেলা নেই তাঁর।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us