New Update
/anm-bengali/media/media_files/RrK9uvAfiTn1Hk3Bi4mq.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজও জামিনের আবেদন করলেন না বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছেলে অসুস্থতার কারণ দেখি আজ সশরীরে আদালতে পেশ করা যায়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। তাই ভার্চুয়ালি পেশ করা হয় তাঁকে। খাট ও টেবিল দিতে আবেদন বনমন্ত্রীর আইনজীবীর। জেল কর্তৃপক্ষের কাছে জানান, পাল্টা নির্দেশ দিলেন বিচারক। ভার্চুয়াল শুনানিতে বিচারককে এমনটাই বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। রায়দান স্থগিত রেখেছে আদালত। 'আমি নিজে একজন আইনজীবী', বললেন জ্যোতিপ্রিয়। 'তাহলে নিশ্চয়ই আইনের এক্তিয়ার বোঝেন', পাল্টা বললেন বিচারক।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us