New Update
/anm-bengali/media/media_files/oMrhFJujNdr8BuoomJJm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করবেন ইডির অফিসারেরা। তার আগে আজ হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। এদিন তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হওয়া শেষে ফের ফিরিয়ে আনা হবে ইডি দফতরে।
সূত্রের খবর, গতকাল মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। অভিজিতকে জিজ্ঞাসাবাদও করেছেন ইডির অফিসারেরা। যা জানা যাচ্ছে, সেই সমস্ত নথি ও অভিজিতের বয়ান সামনে রেখে ফের জেরা করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us