New Update
/anm-bengali/media/media_files/tAgdILVj2jyrcoczP9Lz.png)
নিজস্ব সংবাদদাতা: বুধবার মহার্ঘ্য ভাতাকে (DA) কেন্দ্র করে আন্দোলনকারীদের নবান্ন (Nabanna) অভিযান নিয়ে মামলার শুনানির চূড়ান্ত ফয়সলা হওয়ার কথা কলকাতা হাইকোর্টে (High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha ) এজলাসে হবে এর শুনানি। গতকাল বিচারপতি জানিয়েছেন যে বিক্ষোভ, প্রতিবাদ সবার মৌলিক অধিকার। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে মিছিল করতে চাইলে বাধা দিতে পারে না সরকার। কর্মসূচি বন্ধ করা যাবে না তাদের।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us