নিজস্ব সংবাদদাতা: 'নিয়োগ দুর্নীতির প্রধান মাথা তৃণমূলের রাজপুত্র বিধায়ক মানিক ভট্টাচার্য', ওএমআর শিট মামলায় সিবিআইয়ের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, 'আমার নির্দেশ সত্ত্বেও আপনারা জেরা করেননি কেন? আপনারা কি অভিযুক্ত মানিক ভট্টাচার্যের সঙ্গে আছেন? উনি যদি সহযোগিতা না করেন তাহলে সুপ্রিম কোর্টের দেওয়া আগে রক্ষাকবচ প্রত্যাহারের জন্য আবেদন করছেন না কেন?'
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)