'শিক্ষকদের চোখের জল ফেলবেন না'! ধমক দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে সঠিক মাইনে পাচ্ছেন না শিক্ষকরা। কলকাতা হাইকোর্টে চরম রেগে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলেন বড় নির্দেশ।

New Update
abhijit ganguly justice

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: স্কুল পরিচালনায় অব্যবস্থার কারণে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ত্‍সনা করল কলকাতা হাইকোর্ট। 'দেশে স্বাধীনতার অমৃত মহোত্‍সব পালিত হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন', রেগে গিয়ে এমন মন্তব্য করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯ টি ও বাংলায় ৭ টি স্কুল আছে যেখানে শিক্ষকরা বেতন পান ৭ হাজার, সাড়ে ৫ হাজার ও ৫ হাজার টাকা। ৭-৮ বছর পর্যন্ত বাকি রয়েছে শিক্ষকদের বেতন। স্কুল বন্ধ করার চক্রান্ত চলছে বলে অভিযোগ। এবার ১ সপ্তাহের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। 'টাকা মিটিয়ে চাইলে স্কুল বন্ধ করে দিন। শিক্ষকদের চোখের জল ফেলবেন না। মামলা করতে লাখ লাখ টাকা ব্যয় করছেন আর বেতন দিতে পারছেন না?', প্রশ্ন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।