/anm-bengali/media/media_files/Kh8ciPsAQy42Aaod2JYw.png)
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। "সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে টিভি ইন্টারভিউ (TV Interview) নিয়ে। স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল এই কোর্টে আমার রিপোর্ট, ইন্টারভিউয়ের তর্জমা, যাবতীয় হলফনামা আজ রাত ১২টার মধ্যে পেশ করুক। রাত সোয়া ১২ টা পর্যন্ত আমি আমার চেম্বারে থাকবো। আমি দেখতে চাই নথিগুলো যেগুলো আজ কোর্টের সামনে পেশ করা হয়েছে। এখনই এই নির্দেশ রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টে পাঠিয়ে পদক্ষেপ করুক। এবার হালকা মুডে বলছি, কুণাল ঘোষকে (Kunal Ghosh) প্রণাম জানাবো, তিনি এতো বড় ভবিষ্যতদ্রষ্টা। তিনি যা বলেছিলেন সেটা মিলে গেলো। আমার জানা ছিল না, তিনি এত বড় ভবিষ্যত দেখতে পান। যাঁরা তাঁকে চেনেন তাঁরা আমার এই নমস্কার তাঁকে জানিয়ে দেবেন"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us