New Update
/anm-bengali/media/media_files/YKRha6lcVx0IK2lC63yV.png)
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: নিয়োগ মামলায় (Recruitment Scam) নিম্ন আদালতে কিছু প্রভাবশালী ব্যক্তিকে জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন সিবিআই, ইডির আইনজীবীরা। কুন্তলের (Kuntal Ghosh) চিঠির মামলা শুনানিতে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangully)। তাঁর দাবি, নিয়োগ মামলায় এখন পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা দালাল। তাহলে কোথায় গেলো নিয়োগ দুর্নীতির এত টাকা? আসল টাকা কোথায় গেছে? সেটাই খুঁজে পেতে চাইছেন বিচারপতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us