তদন্ত এগোচ্ছে না! অভিষেকের আবেদনের শুনানিতে সিবিআইকে বললেন বিচারপতি

কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে ধমক খেলেন সিবিআইয়ের আইনজীবী। বিচারপতি অমৃত সিন্‌হা সিবিআইকে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek md bazar

নিজস্ব সংবাদদাতা: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠিকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ করতে পারে বলে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পরে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে উচ্চ আদালতে সেই মামলার এজলাস বদল হলেও বিচারপতির গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ মেলেনি। তার পর এত দিন কেটে গেলেও কেন তদন্ত এগোলো না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্ন করলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হা (Justice Amrita Sinha)।

সোমবার ওই মামলার শুনানিতে সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সিবিআইয়ের আইনজীবী জানান যে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হলেও পরে তা নিষ্ক্রিয় করা হয়। প্রথমে সুপ্রিম কোর্টে, পরে হাইকোর্টে বিচারাধীন থাকায় পদক্ষেপ করা হয়ে ওঠেনি।