নিজস্ব সংবাদদাতা: চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। হাইকোর্টে গ্রুপ সি ও গ্রুপ ডি ভাতা মামলার রায়দান শেষ। এই মামলার রায়দান স্থগিত রাখা হল।
পুজো বা অন্যান্য ঘটনায় একাধিকবার ভাতা দেওয়া হয়েছে। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়, জানাল রাজ্য। "কত সংখ্যক শিক্ষা কর্মী এই টাকা পাবেন? কিসের ভিত্তিতে ২০ ও ২৫ হাজার টাকার অঙ্ক নির্ধারণ? অতীতে কোন কোন ঘটনায় এমন আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা ঘরে বসে থাকবেন আর টাকা পেতে থাকবেন? যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে?", প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।
/anm-bengali/media/media_files/IAV4B5tkbNFdRFArfTIA.jpg)