অনেক হল বিচার করা, এবার অসহায় মানুষদের জন্য লড়বেন গঙ্গোপাধ্যায়

রাজ্যের অসহায় মানুষদের নিয়ে বড় বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

New Update
লজক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ রাতে  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। গত দুই বা ততোধিক বছর ধরে আমি এমন কিছু বিষয় নিয়ে কাজ করছি, বিশেষ করে শিক্ষা বিষয়াদি, যেগুলো নিয়ে ব্যাপক দুর্নীতি আবিষ্কৃত হয়েছে এবং উদঘাটন করা হয়েছে। এই সরকারের শিক্ষাক্ষেত্রের বিপুলসংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন কারাগারে, বিচারাধীন অবস্থায় বন্দি। এরপর এখন লেবার ফার্টিস নিচ্ছি। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকর্তাদের বড় কেলেঙ্কারিও রয়েছে। এসব বিষয়ে আমি কিছু আদেশও দিয়েছি। কিন্তু শ্রম সংক্রান্ত বিষয়, শ্রম আইন ইত্যাদি বিষয় করতে গিয়ে আমি যা ব্যর্থ হয়েছি তাতে আমার মনে হয়েছে এই ডিউটিতে আমার চাকরি শেষ। এটা আমার বিবেকের দাবি। এখন আমাকে বৃহত্তর মানুষ, বৃহত্তর এলাকার কাছে যেতে হবে। আদালতে একজন বিচারক মামলা দায়ের করলে তার সামনে আসা বিষয়গুলো নিয়ে কাজ করেন। কিন্তু আমাদের দেশে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিপুল সংখ্যক অতি অসহায় মানুষ রয়েছেন। যা আমি পেয়েছি, তাই আমি ভেবেছি যে একমাত্র রাজনৈতিক মাঠই পারে যারা এই অসহায় মানুষদের জন্য পদক্ষেপ নিতে চায় তাদের পক্ষে কাজ করার সুযোগ করে দিতে পারে।" 

Add 1

cityaddnew

স

স