পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পথে জুনিয়র ডাক্তাররা

সেই ঘোষণাও করবে আজ জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্টের পক্ষ থেকে করা মিছিলের মধ্যে দিয়ে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Junior doctors

File Picture

নিজস্ব সংবাদদাতা: শেষ হয়েছে ম্যারাথন বৈঠক। গতকাল সন্ধ্যে ৮টা থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের জিবি বৈঠক আজ শেষ হয়েছে সকাল ৬টায়। এখনও জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কোনও রকম কোনও সাংবাদিক বৈঠক হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পথেই হাঁটতে চলেছে জুনিয়র চিকিৎসকেরা। তবে তারা সেই ঘোষণাও করবে আজ জুনিয়র ডক্টরস্‌ ফ্রন্টের পক্ষ থেকে করা মিছিলের মধ্যে দিয়ে। 

Junior doctors

যা জানা যাচ্ছে, সিনিয়র চিকিৎসকের আবেদনকে সম্মান জানিয়েই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকেরা। তবে তাঁদের আন্দোলন চলবে মেডিক্যাল কলেজগুলিতে। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মাঝেমাঝেই পথে নামবেন তারা। বিভিন্ন কেন্দ্রে চলবে ‘অভয়া ক্লিনিক’। সাধারণ মানুষদের পরিষেবা দিতেই সেই ক্লিনিক চালাবেন জুনিয়র চিকিৎসকেরা। তবে এর সাথে এই হুঁশিয়ারিও তারা দিয়ে রাখছেন, তাঁদের যে ১০ দফা দাবি রয়েছে, তা কিন্তু তারা ভুলে যাচ্ছেন না। সেই দাবি পূরণ না হলে কর্মবিরতির পথ খোলা থাকবে। তারা সব কিছু দাবি হাশিল করে ছাড়বেন, বলেই শোনা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের মুখে। 

আপাতত, আজকের মিছিলের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সেখান থেকেই মিলবে জুনিয়র চিকিৎসকদের উত্তর। 

junior doctors rally