New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: হাতে লাল গোলাপ নিয়ে লালবাজার অভিযানে এগোচ্ছে জুনিয়র ডাক্তাররা। রয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাট আউট যার পদত্যাগের দাবিও করছে তারা। তার উদ্দেশ্যে এই বিশেষ বার্তা দিচ্ছে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তারা এই দাবিও করছে যে তারা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ প্রদর্শন করতে চাইছে যার মাধ্যম হল লাল গোলাপ।
/anm-bengali/media/post_attachments/fda1164b314171009198cf24d9f19301993ed7d72266c6f1a61b8d984c9ed926.jpg)
কলেজ স্কোয়ার থেকে তাদের এই অভিযান শুরু হতে চলেছে। এদিকে ডাক্তারদের আটকাতে তৈরি পুলিশ প্রশাসন। ঠিক নবান্ন অভিযানের মতই ব্যারিকেড এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে আজ।
/anm-bengali/media/post_attachments/10edb948697b9a7bb75129215117cf2ba980401e692ecb743b85108894c69543.jpg)
চার দফা দাবি নিয়ে আজ আন্দোলনে নামছে শহরের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us