New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: ২২ ঘণ্টা কেটে গেলেও এখনও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই আলোচনায় বসতে চেয়ে নবান্নে পাল্টা ইমেইল করেছেন তারা।
/anm-bengali/media/media_files/AKg284R1hkJovu59TfH1.jpg)
সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা। তাদের তরফে আজ ভোর ৩:৫০ মিনিটে এ মুখ্যমন্ত্রীকে ইমেইল পাঠানো হয়েছে। স্বাস্থ্য সচিবের ইমেইলে শুধু 'স্যার' বলে কেন সম্বোধন? মহিলা ডাক্তারেরাও একইভাবে আন্দোলন করছেন। যার পদত্যাগ চাইছেন জুনিয়র ডাক্তাররা তিনি কেন ইমেইল করছেন? স্পষ্টভাবে দাবি জানানোর পরে নিরুত্তর প্রশাসন, দাবি করলেন জুনিয়র ডাক্তাররা। এছাড়াও অভিযোগ, বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা উল্লেখ ছিল না ইমেইলে।
/anm-bengali/media/media_files/Nu5GwgZHSXU89Y0XB99e.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us