BREAKING: দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, জুনিয়র ডাক্তারদের বিরাট জয়!

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের জয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয়বার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন পুলিশের কর্মকর্তারা। অবশেষে দীর্ঘ আলোচনার পর পুলিশ ব্যারিকেড সরিয়ে দিতে রাজি হয়েছে। 

WhatsApp Image 2024-09-03 at 2.26.42 PM

জুনিয়র ডাক্তারদের দাবি, 'আমরা মানববন্ধন করে এগোবো। কোনও ব্যারিকেড রাখা যাবে না'। 

WhatsApp Image 2024-09-03 at 2.26.41 PM (1)

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করার প্রচেষ্টায় গতকাল থেকে আন্দোলনকারীরা। ২২ জন প্রতিনিধিকে ২২ ঘণ্টার বেশি সময়ের আন্দোলনের পর অনুমতি দেওয়া হল দেখা করার। তারা পুলিশ কমিশনারের হাতে পদত্যাগের ডেপুটেশন জমা দেবেন।

21st July | Police Commissioner Vineet Goyal instructed to prepare for 21st  July - Anandabazar