/anm-bengali/media/media_files/uaOUiSN3iDfH8dxRxY4l.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। তিলোত্তমার সঠিক ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে সমস্ত ধরনের মানুষ। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে সোমবার লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা। আরজি করের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। তবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেনি পুলিশ কমিশনার। এসবের মধ্যে জানা গিয়েছে, সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ আজ লালবাজার এলাকায় প্রতিবাদস্থলে এখনও বসে আছেন জুনিয়র ডাক্তাররা।
#WATCH | Kolkata, West Bengal: Junior Doctors continue to sit at the protest site in the Lalbazar area. They have been demanding justice for woman doctor who was raped and murdered at RG Kar Medical College and Hospital pic.twitter.com/NVUrnANdku
— ANI (@ANI) September 3, 2024
/anm-bengali/media/media_files/Ngm4yOn98U8h4SNrKigl.jpg)
প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার মহিলা চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন তাঁরা
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us