New Update
/anm-bengali/media/media_files/A7VvFYtBWusZA3cL9T8V.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামীকাল গণ-কনভেনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। পিজি হাসপাতালের অডিটোরিয়ামে গণ-কনভেনশনের ডাক দিয়েছেন তারা। আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বিকেল ৪ টের সময় গণ-কনভেনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, এছাড়াও জুনিয়র ডাক্তারদের দাবি তারা ধনধান্যে স্টেডিয়াম বুক করলেও আচমকাই তা বাতিল করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৯ আগস্ট আরজি করে চিকিৎসা পরিষেবা দেওয়ার পর বিশ্রামরত অবস্থায় ডক্টর তিলোত্তমা ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছেন। তারপরেই আরজি করে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। যার ফলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পথে নেমেছেন ডাক্তার থেকে সাধারণ মানুষ সকলেই। এখন দেখার কবে হবে প্রকৃত বিচার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us