ভোর ৬টায় ঘুম, রাতভর চলে উল্লাস! যাদবপুরের গার্লস হোস্টেলে এ কী চলছে?

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের অকাল মৃত্যুর পর থেকে ছেলেদের হোস্টেল নিয়ে একের পর এক আবাসিক সোচ্চার হচ্ছেন কিন্তু মেয়েদের হোস্টেলে কী ঘটছে জানেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
jadavpurdeath

নিজস্ব সংবাদদাতা: ভোর ৬টার আগে রাতের ঘুম নয়। এই কাণ্ড দিনের পর দিন ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে। এটাই হল সেখানকার অলিখিত ফরমান। একদিকে যেখানে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুকে ঘিরে তোলপাড় বাংলা, সেখানে অন্যদিকে আমাদের প্রতিনিধির কাছে মুখ খুললেন নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক ছাত্রী। জানালেন ছেলেদের হোস্টেল নয়, অনাচারের দিক দিয়ে মেয়েদের হোস্টেলও কিছু কম নয়। 

ওই ছাত্রী জানিয়েছেন যে তাঁর বায়োলজিকাল ক্লকটাই পাল্টে গেছে পুরো হোস্টেলে আসার পর থেকে। ভোর ৬টায় ঘুমোতে যান আর ঘুম থেকে ওঠেন দুপুর ২টোয়। তারপর আর নয় কোনও ব্রেকফাস্ট। সোজা দুপুরের খাবার খেয়ে ৪টে বাজলে চলে যান ক্লাস করতে। ৬টা পর্যন্ত ক্লাস করে বন্ধুরা খানিক গল্প করে ফেরেন হোস্টেলে ৮টার মধ্যে। তারপর শুরু হয় আসর। সেই আসর চলে ভোর ৬টা পর্যন্ত। রাতের খাবার খাওয়া চলতে থাকে মধ্যরাত ২.৩০টা পর্যন্তও। এর মাঝে কোনও ছাত্রী চাইলেও নিজের সময় অনুযায়ী পড়াশোনা করে খেয়ে ঘুমোতে যেতে পারবে না। কারণ প্রচন্ড জোরে গান চালিয়ে নাচ, নিজেদের গান, মদ্যপানের আসর শুরু হয়ে যায় তার মধ্যেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই আওয়াজ। আর এভাবেই অভ্যস্ত হয়ে পড়েছে প্রতিটি ছাত্রী। সেখানেও একইরকম দাপট সিনিয়রদের।