/anm-bengali/media/media_files/2025/07/31/wbjee_boaed-2025-07-31-01-01-58.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে লক্ষাধিক পরীক্ষার্থীর। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ বৃহস্পতিবারই ঘোষণা করবে বোর্ড। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে মিলেছে সবুজ সংকেত। বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নয় ভবনে বোর্ডের অফিসে একটি প্রেস কনফারেন্স ডেকেছে WBJEEB।
চলতি বছর ২৭ এপ্রিল রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হলেও ফলপ্রকাশে দীর্ঘ বিলম্বে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং জয়েন্ট বোর্ডকে ৭ অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/4JAR8S7UXjIrClDrdaBq.jpeg)
বোর্ডের দাবি, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতার কারণেই ফলপ্রকাশে দেরি হয়েছে। WBJEEB চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, "৫ জুনেই ফলপ্রকাশের প্রস্তুতি ছিল, কিন্তু মামলার কারণে তা থমকে যায়”। পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে, যা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক করে।
তিন মাসের বেশি সময় ধরে লক্ষাধিক পরীক্ষার্থী ও তাঁদের পরিবার ছিলেন চরম উদ্বেগে। কলেজে ভর্তির প্রক্রিয়া, কাউন্সেলিং—সবই অনিশ্চয়তার মধ্যে আটকে ছিল। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করেই দ্রুত কাউন্সেলিংয়ের সময়সূচিও প্রকাশ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us