New Update
/anm-bengali/media/media_files/2025/05/15/5TCjedaO9NE66TQKcMXx.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জল্পনা চলছিল গত বছর লোকসভা নির্বাচন থেকে। কেননা এই লোকসভা নির্বাচনেই বিজেপি টিকিট দেয়নি তাঁকে। তাঁর জায়গায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হন মনোজ টিজ্ঞা। যার জেরে মনোজ টিজ্ঞা বনাম জন বার্লা লড়াই অস্বস্তিতে ফেলে গেরুয়া শিবিরকে। তখনই কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার হইতো পদ্ম ফুলের সঙ্গ ছাড়বেন জন বার্লা।
সেই রহস্য আরও খানিকটা ঘনীভূত হয় এবছরের জানুয়ারি মাসে। যেখানে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সারেন জন বার্লা।
/anm-bengali/media/media_files/2025/05/15/N7S0WKLMXt0L9hqIhBy5.webp)
এবার সেই সব রহস্যকে সত্য করে আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা হাতে তুলে নিলেন জন বার্লা। তৃণমূল ভবনে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৃণমূলের বরিষ্ঠ নেতা সুব্রত বক্সীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা জন বার্লা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us