New Update
/anm-bengali/media/media_files/5QfJahKREbME3CIUhna4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষা মামলায় আংশিক হেরে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণের যে নির্দেশ তিনি দেন, তা খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তারা নির্দেশ দেয় যে যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষাকে বাধাহীন ভাবে ক্যাম্পাসে ঢুকতে দিতে হবে। যদিও মামলার পরবর্তী শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চেই হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us