নিজস্ব সংবাদদাতা: শনিবার পর্যন্ত বন্ধ জগদীশচন্দ্র চৌধুরী ল কলেজ। আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়। বহিরাগতদের প্রবেশে জারি হলো নিষেধাজ্ঞা। ১৭ মার্চ থেকে খুলবে কলেজ। নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হল অধ্যক্ষের তরফে। আজ এই কলেজ ক্যাম্পাসে মালা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
/anm-bengali/media/post_attachments/comp/kolkata/31/033p4000531/catalogue/jogesh-chandra-chaudhuri-college-tollygunge-kolkata-colleges-26hzci0-582631.jpg)