/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর অন্যতম সুমন বিশ্বাস। আন্দোলনের প্রথম সারিতে যাঁকে বারবার দেখা যায়, সেই সুমনের এবার বেতন কাটা গেল। অভিযোগ, এক মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়েছে ১৫ হাজার ৪৬৬ টাকা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ‘অযোগ্য’ ঘোষিত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁরা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে বেতন তুলতে পারবেন। চুঁচুড়ার কোদালিয়ার বাসিন্দা সুমন বিশ্বাসও সেই তালিকায় আছেন। কিন্তু বেতন কম পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি।
শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য, “আজ বেতন ঢোকার পর দেখি, ১৫ হাজার ৪৬৬ টাকা কম এসেছে। আসল কারণ একটাই— আমরা যোগ্য চাকরি ফেরানোর আন্দোলন করছি। বিদ্যালয়ে ঠিকমতো যেতে পারছি না বলেই এই বেতন কাটা হয়েছে”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
তাঁর অভিযোগ, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। তিনি বলেন, “১৮ অগস্ট আমাকে আটক করা হয়েছিল। ভয় দেখানো হচ্ছে। এখন আবার বেতন কেটে আমাদের চাপে ফেলার চেষ্টা চলছে। কিন্তু বেতন পুরো কেটে নিলেও আমি পিছপা হব না। যোগ্য চাকরি না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব”।
এছাড়া, আসন্ন এসএসসি পরীক্ষায় বসা নিয়েও প্রশ্ন তোলেন সুমন। তাঁর দাবি, যোগ্যদের চাকরি রক্ষার জন্য রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us