ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে, ব্যারিকেড ভেঙে পথে চাকরিহারারা

শুক্রবার সকালে ফের উত্তেজনা ছড়াল বিকাশ ভবনের সামনে। পুলিশের সামনেই ব্যারিকেড ভাঙলেন চাকরিহারা শিক্ষকরা। দাবিদাওয়া নিয়ে ফের পথে বিক্ষোভ।

author-image
Debapriya Sarkar
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকালেই ফের উত্তেজনা ছড়াল বিকাশ ভবনের সামনে। গতকাল চাকরি হলে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আজ চাকরিহারা শিক্ষকেরা রাজ্য জুড়ে ধিক্কার দিবস ঘোষণা করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

SSC PROTEST

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এই ঘটনার জেরে আবারও রাজ্যে শিক্ষক নিয়োগ ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।