/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বকেয়া চাকরি, স্বচ্ছতার দাবি, ওএমআর প্রকাশ ও আর্থিক সঙ্কট—এই চার দফা দাবি নিয়ে আজ নবান্ন অভিযানে শামিল রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। ‘যোগ্য-অযোগ্য’ বিতর্কে যখন উত্তাল রাজনীতি, তখন এই কর্মসূচিকে ঘিরে রাজ্য প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে।
এদিন, সকাল ১১টার কিছু পর হাওড়া ময়দান মেট্রোর কাছে জড়ো হন চাকরিহারা গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র শিক্ষাকর্মীরা। মাথায় বৃষ্টি নিয়েই শুরু হয় তাদের 'নবান্ন চলো' অভিযান। তবে বঙ্কিম সেতুর নীচেই তাদেরকে আটকে দেয় পুলিশ।
এই কর্মসূচিকে ঘিরে হাওড়া ও সংলগ্ন এলাকায় কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী, বসানো হয়েছে ব্যারিকেড। পুলিশের তরফে জানানো হয়েছে, একজন আইপিএস পদমর্যাদা সম্পন্ন অফিসার তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে।
/anm-bengali/media/post_attachments/f3cbbe48-039.png)
তবে তা মানতে নারাজ চাকরিহারারা। তাদের দাবি একটাই। তারা আগে প্রশ্নপত্র পাঠিয়েছিলেন নবান্নে। তার উত্তর নিতেই এখানে এসেছেন। কোনও আইপিএস বা পুলিশ অফিসারের কাছে তারা উত্তর নেবেন না। যারা উত্তর দিতে পারবেন, যেমন - মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব তাদের কাছ থেকেই এই প্রশ্নগুলির উত্তর নেবেন।
এখন দেখার, এই কর্মসূচিতে কী প্রতিক্রিয়া দেয় নবান্ন, এবং কতটা চাপ তৈরি করতে পারেন আন্দোলনকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us