File Picture
নিজস্ব সংবাদদাতা: চাকরিচ্যুত শিক্ষক-অশিক্ষকদের আন্দোলনে বড় অগ্রগতি। সোমবার, বেলা ১টায় শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। দীর্ঘদিন ধরে নিজেদের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া এই শিক্ষকরা এবার আলোচনার টেবিলে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
চাকরিহারাদের তরফে প্রতিনিধি চিন্ময় মণ্ডল এদিন বলেন, “আজ শিক্ষাসচিব দেখা করতে পারেন বলে আশা। আমরা চাই, ৬ জনের প্রতিনিধি দল যেন শিক্ষা দফতরের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় – যোগ্যদের ক্ষেত্রে যেন নতুন করে কোনও পরীক্ষা না হয়। এই বিষয়টিই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। পাশাপাশি, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গেও এবং পরে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে চাই”।
/anm-bengali/media/media_files/2025/05/16/TbmkachzFoM4bVzfBDdp.png)
চিন্ময় আরও জানান, “আমরা অনেক দাবি জানিয়েছি, কোনওটাই এখনও পূরণ হয়নি। এবার শুধু দাবি নয়, আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজতে চাই। বিশেষ করে নোটিফিকেশন জারি নিয়ে যে আলোচনা চলছে, তা নিয়ে বিস্তারিত জানতে চাই। পরীক্ষা ছাড়াই পুনর্বহাল কীভাবে সম্ভব, সরকারের ভাবনা কী – তা স্পষ্ট হওয়া দরকার”।
আর কিছু সময় পরই শুরু হবে এই বৈঠক। সোমবারের এই বৈঠকেই স্থির হতে পারে আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা। আলোচনা সফল হলে সমস্যার সমাধানে আশার আলো দেখছেন চাকরিহারা শিক্ষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us