/anm-bengali/media/media_files/L5uqLGwY3Ysk7FB39a6e.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানো ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা এবার নিজেদের দাবি-দাওয়ার কথা জানাতে দেখা করলেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। শনিবার সল্টলেকের বিজেপি দফতরে শমীকের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁদের প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস।
এই প্রতিনিধি দল বিজেপি নেতাকে অনুরোধ জানিয়েছেন, তাঁরা যেন ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন দমদমের জনসভায় উপস্থিত থাকতে পারেন এবং মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের দুর্দশার কথা জানাতে পারেন।
সুমন বলেন, “চোর-দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশে না পেলে সেই লড়াই অসম্পূর্ণ থেকে যাবে। শমীকদা আমাদের সময় দিয়েছেন, তাই কৃতজ্ঞ। আমরা যে লড়াই চালাচ্ছি, যারা আমাদের পাশে থাকবেন, আমরাও তাঁদের পাশে থাকব"।
চাকরি ফিরে পাওয়ার দাবিতে জোরদার আন্দোলনের মাঝে মোদীর সভায় তাঁদের উপস্থিতি আদৌ কতটা সাড়া ফেলতে পারে রাজনৈতিক মহলে, তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য।