File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করলেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষকরা। তবে তাঁদের আন্দোলনের পথ থেকে সরার কোনও প্রশ্নই নেই। শনিবার তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন করে অবস্থান-বিক্ষোভ শুরু হবে সেন্ট্রাল পার্ক লাগোয়া বইমেলার মাঠের সামনে।
চাকরি ফিরে পাওয়ার দাবিতে তাঁরা এবার সর্বদলীয় বৈঠকের আহ্বান জানাচ্ছেন। রাজ্যের সমস্ত সাংসদ, শাসকদল হোক বা বিরোধী - সকলকেই চিঠি পাঠানো হবে বলে জানান আন্দোলনকারীরা। সংসদে বিষয়টি তুলতেও তাঁরা আর্জি জানাবেন সাংসদদের কাছে।
এদিন সাংবাদিক বৈঠকে এক আন্দোলনকারী জানান, “আমরা চাই, কীভাবে আমাদের চাকরি ফেরানো সম্ভব, সেই উপায় নিয়ে আলোচনা হোক সর্বদলীয় স্তরে। এটা শুধু আমাদের লড়াই নয়, এটা ন্যায়ের লড়াই”।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত তাঁরা। তবে, সরকারের তরফে সোমবারের মধ্যে স্পষ্ট উত্তর না এলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।
/anm-bengali/media/post_attachments/304a9b80-f32.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us