৯০০ দিন পেড়িয়ে গেলো চাকরি প্রার্থীদের , আন্দোলনের ডাকে চাকরি প্রার্থীরা !

সেদিনই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন শোনা গেল নবম থেকে দ্বাদশের SLST-র চাকরি প্রার্থীদের গলায়। আর কতদিন লাগবে চাকরি হতে, প্রশ্ন আন্দোলনকারীদের।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-01 at 11.09.17.jpeg

নিজস্ব সংবাদদাতা: ৯০০ দিন পেরিয়ে গেল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন। বৃহস্পতিবার ৯০০তম দিনে পা দিয়েছে ওই আন্দোলন। আর সেদিনই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন শোনা গেল নবম থেকে দ্বাদশের SLST-র চাকরি প্রার্থীদের গলায়। আর কতদিন লাগবে চাকরি হতে, প্রশ্ন আন্দোলনকারীদের।