বিজেপিই হুমায়ুন কবীরকে মদত দিচ্ছে ! এবার বাবরি মসজিদ ও হুমায়ুন কবির প্রসঙ্গে ভয়ঙ্কর দাবি করলেন জয়প্রকাশ মজুমদার

কি ভয়ঙ্কর দাবি করলেন জয়প্রকাশ মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
bjp tmc nadia.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন সদ্য দোল থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবার এই বাবরি মসজিদ ও হুমায়ুন কবির প্রসঙ্গে এক ভয়ঙ্কর দাবি করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন,''হুমায়ুন কবীরকে পিছন থেকে বিজেপিই মদত দিচ্ছে। দু'জনেই ভোটের মেরুকরণ নিয়ে আলোচনা করছে এবং দুজনের মধ্যে এক প্রকার বোঝাপড়া আছে বলে মনে হচ্ছে।''

Humayun

জয়প্রকাশ মজুমদারের এই মন্তব্য বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের বিতর্ককে আরও একবার উস্কে দিয়েছে।