বিজেপির দ্বিতীয় পার্টি অফিস হল রাজভবন ! কল্যাণের পর এবার বেলাগাম জয়প্রকাশ মজুমদার

কি বললেন জয়প্রকাশ মজুমদার ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : রাজভবন থেকে 'অস্ত্র বিতরণ' করার মতো গুরুতর অভিযোগ তোলার জন্য, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারির পরেই ফের বিতর্কিত মন্তব্য করলেন আরেক তৃণমূল নেতা। কল্যাণের পর এবার রাজভবনকে নিয়ে বেলাগাম মন্তব্য করলেন জয়প্রকাশ মজুমদার।

Kalyan

তিনি বলেন,''রাজভবন এবং রাজ্যপালের পদ সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে বেশকিছু তথ্য এবং সত্যতা রয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, বর্তমানে, অন্তত পশ্চিমবঙ্গে, এই রাজভবনটি রাজ্য বিজেপির একটি দ্বিতীয় দপ্তর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি নতুন নয়,এটি দীর্ঘ সময় ধরেই চলছে।"