'মুখ্যমন্ত্রী এবার কথা না শুনলে আগুন জ্বলবে', জঙ্গলমহলের চাকরিহারারা এবার গর্জে উঠলেন

পরীক্ষার নোটিফিকেশনও তৈরি করে ফেলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে যোগ্যতার ভিত্তিতে চাকরি ফেরতের দাবিতে রাস্তায় আন্দোলনে থাকা চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা এবার সরাসরি দখল নিলেন বিকাশভবনের। বৃহস্পতিবার সকালেই তাঁরা বিধাননগর পুলিশের ব্যারিকেড ভেঙে লোহার গেট ভাঙেন এবং বিকাশভবনের ভিতরে প্রবেশ করে আন্দোলনে বসেন।

এতদিন করুণাময়ী মোড়ে শান্তিপূর্ণ অবস্থান, অনশন চালালেও হঠাৎ এত বড় পদক্ষেপের কারণ কী? আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার গোপন করে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমনকি পরীক্ষার নোটিফিকেশনও তৈরি করে ফেলেছে।

চাকরিহারাদের অন্যতম মুখপাত্র মেহবুব মণ্ডল বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। সরকারের তরফে আমাদের সঙ্গে কোনও আলোচনাই হয়নি। আমরা জানতে পেরেছি, নীরবে তারা পরীক্ষার আয়োজন শুরু করেছে। প্রতিশ্রুতি দিয়েছিল আলোচনা করবে, সেটা করেনি। এখন আবার নোটিফিকেশন আনতে চলেছে”।

তাঁর অভিযোগ, রিভিউ পিটিশনের সময়েও সরকার কোনও আলোচনায় বসেনি। চুপি চুপি সুপ্রিম কোর্টে আবেদন করে এসেছে। প্রতিবাদী চাকরিহারারা স্পষ্ট করে দিয়েছেন, “আমরা দ্বিতীয়বার কোনও পরীক্ষা দেব না। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না। সরকার আলোচনায় না এলে বিকাশভবন ছাড়ব না”।

m445rft

এদিন জঙ্গলমহলের শিক্ষকদের মুখেও শোনা যায় গর্জন। তারা স্পষ্ট ভাষায় বলেন, “মুখ্যমন্ত্রী এবার কথা না শুনলে, তাঁদের কথা না ভাবলে, আগুন জ্বলবে”। তাঁদের কথায়, তাঁদের জীবনের গেট ভেঙে গেছে, তাই তারা বিকাশভবনের গেট নিয়ে চিন্তা করছেন না। এখনও পর্যন্ত চাকরিহারারা বিকাশভবনের ভিতরেই রয়েছেন। তাঁদের দাবি, যতক্ষণ না সরকার সরাসরি এসে অবস্থান ব্যাখ্যা করছে এবং তাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ তাঁরা আন্দোলন স্থগিত করবেন না।