জামাই আদরের পার্বণ আসছে! কবে পালন করবেন জামাইষষ্ঠী?

এখানেই জেনে নিন তারিখ।

author-image
Anusmita Bhattacharya
New Update
jamai

নিজস্ব সংবাদদাতা: বাঙালির বারো মাসে তের পার্বনের মধ্যে গুরুত্বপূর্ণ পর্ব হল জামাইষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা একটি ব্রত পালন করেন। জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে চলে রান্নার বাহার। সকাল থেকে উপোস করে এই ব্রত পালন করেন শাশুড়িরা। 

jamai 4

এই বছর জামাইষষ্ঠী পালিত হবে আগামী ১ জুন অর্থাৎ ১৭ জ্যৈষ্ঠ। ঐদিন রবিবার। ৩১ মে রাত ১২/৩৪/৪  মিনিট থেকে ১ জুন রাত ১২/৮/১৩ মিনিট পর্যন্ত চলবে ষষ্ঠীর তিথি।