New Update
/anm-bengali/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-50-pm-2025-07-26-13-56-03.png)
নিজস্ব সংবাদদাতা: অন্যান্য বছরের তুলনায় এবছর বর্ষার প্রকোপ অনেকটাই বেশি রাজ্যে। বিশেষত দক্ষিণবঙ্গে বর্ষণ হয়েই চলেছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই হচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। বাদ পড়েনি কলকাতাও।
/anm-bengali/media/post_attachments/4e17e4a4-b4c.png)
কলকাতাতেও ক্রমাগত বর্ষণ লেগেই রয়েছে। যার ফলে জল নিয়ন্ত্রণে ক্রমশই বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে। ফলে শহরের রাস্তায় দেখা যাচ্ছে জল। শনিবার সকাল আটটাতেও বিবি গাঙ্গুলী স্ট্রিটে পা পাতা ভেজা জল দেখা যায়। তবে প্রশাসন জল নিয়ন্ত্রণে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us