New Update
/anm-bengali/media/media_files/UdcMHAapzPAe0Ndr7Brz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: হিংসার আগুনে উত্তাল মণিপুর। গত তিন মাস ধরে হিংসার আগুনে জ্বলছে এই রাজ্য। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। তা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে নিস্কৃয়তার অভিযোগ উঠেছে। এমনকি একই ইস্যুতে তোলপাড় সংসদের উভয় কক্ষ। আর এবার সেই আগুনের আঁচ এসে পড়ল তিলোত্তমার রাস্তায়।
মণিপুর ইস্যুতে রাস্তায় নামল জয়হিন্দ বাহিনী। এদিন তারা হাজরা থেকে শুরু করে অ্যাকাডেমি পর্যন্ত মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন, ববি হাকিম, অতীন ঘোষ, কার্তিক ব্যানার্জীরা। প্রত্যেকেই জানিয়েছেন, মণিপুরের হিংসার প্রতিবাদ চলবে। যতক্ষণ না কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে প্রতিবাদ থামবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us