/anm-bengali/media/media_files/2025/09/17/jadavpur-murder-2025-09-17-21-56-08.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে পড়ে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর পর অবশেষে নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ঝিল ও আশপাশের পাড় সংস্কারের কাজ শুরু হয়েছে। ঝোপঝাড় কেটে ফেলা হচ্ছে, পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ঝিলের চারপাশে বসানো হবে উঁচু ফেন্সিং।
গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট লাগোয়া ঝিল থেকে উদ্ধার হয় অনামিকার নিথর দেহ। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তিনি ঝিলে পড়ে যান নাকি তাঁকে ঠেলে ফেলা হয়—এ নিয়ে শুরু হয় জোর বিতর্ক। পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ আনা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/17/1757896417_newjadavpur-university-2025-09-17-21-53-44.jpg)
ঘটনার পর ক্যাম্পাসের ভেতরে মদের আসর বসার অভিযোগও সামনে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর নির্দেশিকা জারি করে জানায়, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। ধরা পড়লেই আইনানুগ পদক্ষেপ করা হবে। অভিযোগ ছিল, ঝোপঝাড়ের আড়ালে বসেই মদের আসর চলত। তাই পুরো ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়বে টেন্ডার, এরপর শুরু হবে বড় পরিসরের পরিষ্কার অভিযান।
এর আগেই উদ্যোগ নেওয়া হয়েছে ঝিলের পাড়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গিয়েছে, শ্রমিকরা ঝিলের ধারের ঝোপঝাড় পরিষ্কারের কাজে ব্যস্ত। কর্তৃপক্ষ জানাচ্ছে, খুব শিগগিরই ঝিলের চারপাশে উঁচু ফেন্সিং বসানো হবে, যাতে ভবিষ্যতে আর কোনও দুর্ঘটনা না ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us